Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধেরার আবেদ শাহ(রহঃ) মাজার ও মসজিদ
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মাজার
প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
ধেরার আবেদ শাহ(রহঃ) মাজার ও মসজিদ হাজীগঞ্জ, চাঁদপুর।
ইতিহাস
<p style="text-align: justify;">মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল-আবিদীঃ ইমামে রাব্বানী কাইউমে জামান খলীফাতুর রাসূল আওলাদে রাসুল (সাঃ) মুফতিয়ে আজম হযরতুল আল্লামা সৈয়দ আবু নসর মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল্ মাদানী (রাঃ) ছিলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমীরুল মোমেনীন হযরত ওমর ফারুক (রাঃ)’র খান্দানের ৪১তম বংশধর।<br> হযরত ওমর ফারুক (রাঃ)’র জন্ম মক্কা মুয়াজ্জামায়। তিনি হিজরত করে মদিনা শরীফ যান এবং সেখানে বসতি স্থাপন করেন। সে হতে ওয়ায়েজ-ই-আসগর শেখ আবদুল্লাহ (রাঃ) পর্যন্ত তারাঁ হেজাজেই ছিলেন। তাঁর পুত্র শেখ মাসউদ আব্বাসীয় খলীফাগণের পীড়াপীড়িতে বাগদাদে আগমন করেন। তারপর ফাররুখ শাহ্ কাবুলী (মূল নাম শেহাব্দ্দুীন) আফগানিস্তানের দারুস সুলতান কাবুলে আসেন। অতঃপর তাঁরই বংশের লোক ইমাম রফিউদ্দীন (রাঃ) হিন্দুস্তানের মুলতানে আগমন করেন এবং উচ্চ নামক স্থানে বসতি স্থাপন করেন। তিনিই ছিলেন সিরহিন্দ কিল্লার প্রতিষ্ঠাতা। ইমামে রাব্বানী, কাইউমে জামান, খাজিনাতুর রাহমাত, হযরত সাইয়্যেদ শায়খ আহমাদ সেরহিন্দ মোজাদ্দিদে আল্-ফেছানী(রাঃ) তাঁরই বংশধর।</p>