Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

**প্রাচীন কাল থেকে হাজীগঞ্জ এর জনগোষ্ঠীর ক্রীড়াপ্রেমী । এখানে প্রতিবছর জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।

 

ক্রিকেট :

হাজীগঞ্জ উপজেলায় প্রতি বছর বিভিন্ন ক্লাব টিম এর মাধ্যমে  ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় । এতে খেলার টিমকে কয়েকভাবে ভাগ করা হয়।

 

ফুটবল :

প্রতি প্রাচীন খেলা হিসেবে ফুটবল সারাদেশের মত হাজীগঞ্জ উপজেলায় ও ফুটবল অতি জনপ্রিয় । উপজেলা ক্রীড়া সম্পাদক  মোঃ শাহ তালুকাদর আয়োজনে  ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। উপজেলার ফুটবল টুনামেন্টগুলোতে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের  সমাগম দেখা যায়।

 

ব্যাডমিন্টন :

শীতকালনি সময়ে হাজীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টনের জনপ্রিয়তা দেখা যায়। স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানসহ ব্যক্তিগতভাবে অনেক আয়োজনের মাধ্যমে এ খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং প্রতি বছর ‍উপজেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তা উপজেলা খেলায় অংশ নেন।

 

খেলাধুলার স্থান

হাজীগঞ্জ উপজেলা শহরে উল্লেখযোগ্য খেলার স্থানসমূহ হলো –হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ,হাজীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ,বলাখাল জে এন কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠ,  ইত্যাদি।

 

বাৎসরিক খেলা

১। হাজীগঞ্জ পাইটলট হাইস্কুল এন্ড কলেজ ক্রীড়া শিক্ষক এর মাধ্যমে আয়োজিত বিভিন্ন খেলাধুলা সমুহ।

২। বলাখাল যুব উদ্দেগ্যের মাধ্যমে নাইট ফুটবল টুনামেন্ট।

৩। হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে আয়োজিত ব্যাটমিন্টন টুনামেন্ট।